বাঙ্গালী
Monday 25th of November 2024
0
نفر 0

ইমাম জয়নুল আবেদীন (আ.) তাঁর বাবার জন্য ৪০ বছর ধরে কেঁদেছিলেন

মায়ারেফ বিভাগ: ইমাম জয়নুল আবেদীন (আ.) সব সময় দিনে রোজা রাখতেন ও পুরো রাত জেগে ইবাদত করতেন। রোজা ভাঙ্গার সময় তিনি বাবার ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থার কথা উল্লেখ করে এত বেশি কাঁদতেন যে অশ্রুতে খাবার ভিজে যেত এবং খাবার পানিতেও অশ্রু মিশে যেত।
শাবিস্তান ডেস্ক: জীবনের শেষ পর্যন্ত এই অবস্থা ছিল ইমাম জয়নুল আবেদীনের (আ.)। একদিন তাঁর খাদেম ইমামের কান্নারত অবস্থায় তাঁকে বলেন: আপনার দুঃখ ও আহাজারি শেষ হয়নি?

উত্তরে তিনি বলেন: তোমার জন্য আক্ষেপ! ইয়াকুব (আ.) আল্লাহর একজন নবী ছিলেন। তাঁর ১২ জন সন্তান ছিল। কিন্তু আল্লাহ তাঁর এক পুত্র ইউসুফকে চোখের আড়ালে রাখায় শোকে, দুঃখে ও অতিরিক্ত কান্নায় তিনি প্রায় অন্ধ হয়ে পড়েন, চুল পেকে যায় ও পিঠ বাঁকা হয়ে যায়। সন্তান জীবিত থাকা সত্ত্বেও তাঁর এ অবস্থা হয়েছিল। আর আমি আমার পিতা, ভাই এবং পরিবারের ১৮ জন সদস্যকে মাটিতে পড়ে যেতে ও শহীদ হতে দেখেছি; তাই কিভাবে আমার দুঃখ ও অশ্রু থামতে পারে?

গভীর ধার্মিকতা ও আল্লাহর প্রেমে সিজদা-প্রবণ ছিলেন বলে ইমাম জয়নুল আবেদীন (আ.)-কে বলা হত 'সাজ্জাদ'।
সূত্র: সাইয়েদ ইবনে তাউস রচিত লোহুফ গ্রন্থ

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইমাম হোসেইন (আ.) এর শাহাদাত
হযরত ফাতেমার দানশীলতা ও বদান্যতা
বাস্তবতার দর্পনে ওহাবি মতবাদ ...
শিয়ারা কেন হযরত আলী (আ.) কে নিয়ে ...
ইমাম হোসাইন (আ.)
কুরআন ও ইমামত সম্পর্কে ইমাম জাফর ...
ফাদাক সম্পর্কে “প্রথম খলিফার ...
পবিত্র কুরআন ও সুন্নাতের আলোকে ...
কোমে হযরত ফাতেমা মাসুমার (আ.) জন্ম ...
শ্রেষ্ঠ নারী হযরত ফাতিমাতুয ...

 
user comment