প্রাদেশিক বিভাগ: হযরত ফাতেমা মাসুমার (আ.) পূণ্যভূমি হিসেবে খ্যাত ইরানের কোম নগরীতে এ মহিয়সী নারীর মহিমান্বিত জন্ম বার্ষিকী ব্যাপক আনন্দ ও উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: পহেলা জিলক্বল হযরত ফাতেমা মাসুমার (আ.) মহিমান্বিত জন্ম বার্ষিকী। তাই এ দিবসকে সামনে রেখে কোমের চারিদিকে আনন্দ ও উল্লাস ছেয়ে গিয়েছিল। পথে পথে মিষ্টি ও শরবত বিতরণের ঘটনা ছিল চোখে পড়ার মত। আহলে বাইতের (আ.) অনুসারীবৃন্দ এ দিবস উপলক্ষ্যে পরস্পরের প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করেন।
বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল নিয়ে দলে দলে হযরত ফাতেমা মাসুমার (আ.) পবিত্র মাজারে প্রবেশ করে।
উল্লেখ্য, ৭ম ইমাম হযরত মুসা কাজিমের (আ.) হযরত ফাতেমা মাসুমা (আ.) ১৭৩ হিজরীর পহেলা জিলক্বদে মদীনায় জন্ম গ্রহণ করেন। তার মাজার ইরানের ধর্মীয় নগরী কোমে অবস্থিত।