পবিত্র রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীল পোস্টার প্রদর্শন না করার জন্য আহ্বান জানিয়েছে প্রেক্ষাগৃহ মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন দেশের সব প্রেক্ষাগৃহ মালিককে আবেদন জানিয়ে বলেন, ছবির পরিবেশকরা অশ্লীল আপত্তিকর পোস্টার সরবরাহ করলেও আপনারা সেসব পোস্টার প্রদর্শন থেকে বিরত থেকে রমজানের পবিত্রতা রক্ষা করবেন। তা না হলে এ কারণে যদি কোন অনাকাঙিক্ষত ঘটনা ঘটে এর জন্য পরিবেশকের পাশাপাশি প্রদর্শকদেরও দায়ভার গ্রহণ করতে হবে। উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাস এলে একশ্রেণীর অসাধু চলচ্চিত্র ব্যবসায়ী অশ্লীল আপত্তিকর পোস্টার প্রদর্শন করে অভিযুক্ত ছবিগুলো প্রদর্শন করে থাকেন প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে। বর্তমানে প্রশাসন নিষ্ক্রিয় থাকায় এ চক্রটি মাথাচাড়া দিয়ে উঠেছে। ডেমরা, সিদ্ধিরগঞ্জ, টঙ্গী, জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্থান ইতিমধ্যেই অশ্লীল পোস্টারে ছেয়ে গেছে। গুলিস্তান বিল্ডিং ও কাকরাইল সিনেমাপাড়ায় চিহ্নিত, অসাধু কিছু অশ্লীল ছবির ব্যবসায়ীরা প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনে তৎপর হয়ে উঠেছেন। পবিত্র রমজান মাস শুরুর আগেই তারা ভয়ংকর হয়ে উঠেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি অশ্লীল ছবির প্রদর্শন বন্ধে সরকার এবং টাস্কফোর্সের কাছে আবেদনও জানিয়েছে।
পাঠকের মতামত**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।