ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি গণিতচর্চার সর্বোচ্চ পুরস্কার ‘ফিল্ডস মেডেল' পেয়েছেন। বিশ্বে এই প্রথম কোনো নারী গণিতের ‘নোবেল' হিসেবে বিবেচিত এ পুরস্কার পেলেন।
গণিতশাস্ত্রে অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ পুরস্কারটি প্রদান করে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিকস বা আইসিএম এবং ‘ফিল্ডস মেডেল'কে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল মেডেল ফর আউটস্ট্যান্ডিং ডিসকভারিজ ইন ম্যাথমেটিকস হিসেবে অভিহিত করা হয়।
গণিতে নানামুখী পদ্ধতি আবিষ্কার করায় এ পুরস্কারে ভূষিত করা হয় মরিয়ম মির্জাখানিকে। গণিতে অসাধারণ কারিগরি দক্ষতা, সাহসী উচ্চাভিলাষ, সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং গভীর অনুসন্ধিত্সাসহ গণিত নিয়ে মির্জাখানির মধ্যে বিরল নানা গুণের সমন্বয় ঘটেছে।
১৯৭৭ সালে তেহরানে জন্মগ্রহণকারী মির্জাখানি ইরানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
এর আগে তিনি বিশুদ্ধ গণিতে ব্লুমেনথাল অ্যাওয়ার্ড ফর অ্যাডভান্সমেন্ট অব রিসার্চ এবং আমেরিকার গণিত সোসাইটির দেয়া স্যাটের পুরস্কারও অর্জন করেছেন। ২০০৮ সালে মাত্র ৩২ বছর বয়সে তিনি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের অধ্যাপক হয়ে যান। মির্জাখানি গণিতের যেসব বিষয়ে রিসার্চ করছেন তার মধ্যে হাইপারবোলিক জিওমেট্রি, টেইচমুলার থিউরি, এরগোডিক থিওরি এবং সিমপ্লেকটিক জিওমেট্রি রয়েছে। ইরনা