বাগদাদ, ১৮ আগস্ট (জাস্ট নিউজ) : ইসলামপন্থী ইসলামিক স্টেট জঙ্গিদের নিয়ন্ত্রণ থেকে কুর্দি যোদ্ধারা ইরাকের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাঁধ দখল করে নিয়েছে বলে সূত্র দাবি করেছে। এখন সেখানে মাইন আর চোরা ফাঁদ সরিয়ে ফেলার কাজ চলছে।
কুর্দি সূত্র বলছে, অল্প সময়ের মধ্যে তারা সেখানে পূর্ণ দখল পাবে বলে আশা করছে।
ইরাকের জঙ্গি বিমান আর ড্রোনের সহায়তায় রবিবার সকাল থেকেই কুর্দি সেনারা ওই বাঁধটি দখলের জন্য অভিযান শুরু করে।
প্রায় ১০ দিন ধরে ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে থাকার পর রবিবার সন্ধ্যায় বাঁধটি আবার নিয়ন্ত্রণে নিয়েছে কুর্দি বাহিনী।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বাঁধটি মসুলের সবচেয়ে বড় বাঁধ যেটি থেকে গোটা উত্তরাঞ্চলে বিদ্যুৎ আর পানি সরবরাহ করা হয়।
ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুর্দি নেতা হোসায়ের যেবারি বলেছেন, বাঁধটি দখলে নেয়া একটি বড় বিজয়।
হোসায়ের যেবারি বলেন, এই বাঁধটি থেকে আইএস জঙ্গিরা মসুল বা বাগদাদে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারতো বা পুরো ইরাকের জন্যই একটি হুমকি তৈরি করতো। তাই সকাল থেকে অভিযানটি শুরু করা হয়েছে।
জুন মাসে ইসলামপন্থী আইএস জঙ্গিদের অভিযান শুরুর পর এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা।
এদিকে সিরিয়ার সরকার বিরোধী কর্মীরা বলেছে, দেশটির উত্তরাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ২৫টি বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী।
আইএসের বিরুদ্ধে এই প্রথমবারের মতো হামলা চালালো সিরিয়ার সরকার।
(জাস্ট নিউজ/ডেস্ক/এইচও/০৯২৩ঘ)