(প্রিয়.কম) ইরাকের পবিত্র স্থানগুলো রক্ষা করতে ফুঁসে উঠেছে ভারতের শিয়া মুসলমানরা। আল কায়েদা সমর্থিত সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত তারা।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) কে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে শিয়া মুসলমানরা জানিয়েছেন, ইরাকে যাওয়ার উদ্দেশ্যে নাম তালিকাবদ্ধ করেছেন তারা। ইতোমধ্যে ভিসা ফর্মসহ প্রয়োজনীয় সব নথি ইরাকের দূতাবাসে জমা করেছেন।
আইএসআইএসের বিরুদ্ধে ফুঁসে ওঠা এইসব মুসলমানের নেতৃত্ব দিচ্ছেন আঞ্জুমান ই হায়দারী নামে একটি সংগঠন।
হায়দারীর নেতারা জানান, পাসপোর্ট ও ভিসার জন্য আজ শুক্রবার শোভাযাত্রা সহাকারে নয়া দিল্লিতে ইরাকের দূতাবাসে যাবেন।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের পবিত্র স্থানগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএসআইএসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান ভারতের শিয়ারা। তারা বলছেন, তাদের যুদ্ধ শিয়া বনাম সুন্নি নয়, যুদ্ধ মূলত সন্ত্রাস বনাম ইরাক।
ইরাকে সহিংসতার চিত্র তুলে ধরে সংগঠনটির এক নেতা সৈয়দ বিলাল হোসাইন জানান, তারা (আইএসআইএল)-এর সদস্যরা মুসলমান নন। জিহাদ মানে রক্ষা করা, জিহাদ কোনো হত্যা নয়।
তিনি বলেন, "সুন্নিদের হাত থেকে নিরীহ মানুষ বাঁচাতে আমরা ইরাকে গিয়ে মানববন্ধন করতে পারি। তাদের পানি সংকট মোকাবেলা করে পবিত্র স্থান রক্ষা করতে রক্ত পর্যন্ত দিতে পারি।
মুসলিম দেশ হিসেবে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ ভারত উল্লেখ করে হোসাইন বলেন, ভারতের ১৫ শতাংশ মানুষ মুসলমান। মোট জনসংখ্যার কাছে তা সংখ্যালঘু হতে পারে। কিন্তু একেবারেই কম নয়, প্রায় সাড়ে ১৭ কোটি। ।
এদিকে শিয়াদের ভিসা দেওয়ার ব্যাপারে নয়া দিল্লিতে ইরাকের দূতাবাস এখনও কোনো ধরনের মন্তব্য করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতীয়দের ইরাকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, গত ১১ জুন ইরাকের জঙ্গিরা মুসল থেকে ৪০ জন ভারতীয়কে অপরহণ করে।
উল্লেখ, চলতি মাসের ৫ জুন থেকে ২২ জুন (মাত্র ১৭ দিনে) ইরাকের নিহতের সংখ্যা ১ হাজার ৭৫ জন।