১৯ আগস্ট (রেডিও তেহরান): ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেছেন, নভেম্বর মাসের শেষের দিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ডুবোজাহাজ পানিতে নামাবে তেহরান।
তিনি জানান, ‘ফাতেহ' বা ‘বিজয়ী' নামের এ ডুবোজাহাজটির ওজন প্রায় ৫০০ টন। এটি হবে ইরানের আধা-ভারী শ্রেণির নতুন ডুবোজাহাজ।
হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেন, ইরান দুই দশক আগে ডুবোজাহাজ তৈরির প্রযুক্তি অর্জন করেছে এবং এরইমধ্যে গাদির নামের ডুবোজাহাজ নির্মাণ করছে।
ডেস্ট্রয়ার নির্মাণের কাজে ইরান অগ্রগতি লাভ করেছে উল্লেখ করে হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেন, বিশেষ করে অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরি করা মোটেও সহজ নয়।
২০১০ সালের ফেব্রুয়ারিতে ইরান সর্বপ্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘জামারান' ডেস্ট্রয়ার সাগরে নামায়। ১,৪২০ টন ওজনের ওই ডেস্ট্রয়ারে অত্যাধুনিক রাডার ব্যবস্থা ও অন্যান্য আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে।#
রেডিও তেহরান/সমর/এআর/১৯