৮ সেপ্টেম্বর (রেডিও তেহরান): সৌদি আরবের গ্রান্ড মুফতি শেইখ আব্দুল আজিজ আল-শেইখ ‘জালিম' সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। রোববার এক ফতোয়ায় তিনি তাকফিরি গোষ্ঠী আইএসআইএলকে ‘আগ্রাসী ও জালিম' হিসেবে উল্লেখ করে বলেছেন এরা শুধু মানুষের রক্ত ঝরাতেই অভ্যস্ত।
গ্রান্ড মুফতি বলেন, "তারা (আইএসআইএল) যেহেতু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে কাজেই তাদের শয়তানি ও অনিষ্ট থেকে মানুষ ও ধর্মকে রক্ষা করার জন্য মুসলমানদেরও উচিত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা।" তিনি আরো বলেন, "লড়াই শুরু করার মুহূর্ত থেকে তারা মানুষ হত্যা করে আসছে। হত্যাকাণ্ডের পাশাপাশি তারা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে যা ইসলামের ভাবমর্যাদা চরমভাবে ক্ষুণ্ন করছে।"
এর আগে গত ১৯ আগস্ট আইএসআইএলকে ইসলামের ‘এক নম্বর শত্রু' হিসেবে উল্লেখ করেছিলেন আল-শেইখ। তিনি বলেছিলেন, উগ্রবাদ, কট্টরপন্থা ও সন্ত্রাসের কোনো স্থান এ পবিত্র ধর্মে নেই। এরপর আগস্টের শেষদিকে অসমর্থিত সূত্রে প্রকাশিত একাধিক খবরে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় সৌদি আরবে হামলার পরিকল্পনা করছে আইএসআইএল।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল গত ১০ জুন এক ঝটিকা অভিযান চালিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুলসহ আরো কিছু শহর দখল করে সন্ত্রাসীরা তাদের দখলীকৃত এলাকায় বহু ভয়াবহ পাশবিক কর্মকাণ্ড চালিয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি হাজার হাজার বেসামরিক নাগরিককে গলা কেটে হত্যা করা। পাশবিক এসব হত্যাকাণ্ডের দৃশ্য তারা ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। কলেমাখচিত পতাকা হাতে নিয়ে গলা কেটে মানুষ হত্যার এ দৃশ্য ছড়িয়ে দেয়া ইসলামের শত্রু ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#