২৩ সেপ্টেম্বর (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিমান হামলা বেআইনি কারণ এ হামলার জন্য সিরিয়া সরকার অনুমতি দেয় নি কিংবা দামেস্কের সঙ্গে কোনো সমন্বয় করা হয় নি।
তিনি বলেছেন, "বোমা হামলা এক অথবা কয়েকটি দেশ কিংবা কোনো জোট মিলেও যদি করে আর তার যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে তা অর্থহীন এবং তাকে আগ্রাসন হিসেবে গণ্য করা যেতে পারে।" নিউ ইয়র্কে কয়েকজন সম্পাদকের সঙ্গে এক বৈঠকে ড. রুহানি এসব কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।
ড. রুহানি সন্ত্রাসবাদের বিষয়ে আমেরিকার দ্বৈত অবস্থান তুলে ধরে বলেন, "সিরিয়ায় একদিকে তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বিরোধী হামলা চালানো হচ্ছে অন্যদিকে সিরিয়ার সরকারকে অস্থিতিশীল করার জন্য বিদ্রোহীদেরকে মদদ দেয়া হচ্ছে। এটা অবশ্যই স্ববিরোধিতা। এই স্ববিরোধী আচরণের কারণে কোনো দেশ বলতে পারে না যে, আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি।" ড. রুহানি অভিযোগ করেন, সিরিয়া সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু লোককে দেশের বাইরে প্রশিক্ষণ দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করতে পাঠোনো হচ্ছে। চূড়ান্তভাবে এ কার্যক্রম সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সফলতা আনবে না।#