বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

দেশের বিভিন্ন স্থানে ঈদ শনিবার

ঢাকা, ৩ অক্টোবর (জাস্ট নিউজ) : সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েকটি স্থানে শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির বিজ্ঞপ্তি ও প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়াস্থ ‘খানকায়ে সুরেশ্বরী', শরীয়তপুরের সুরেশ্বর দরবার, চাঁদপুরের ৪০ গ্রাম, চট্টগ্রামের মির্জাখিল দরবার, ফেনীর দরবারে আমানিয়া, ময়মনসিংহ শম্ভুগঞ্জের দরবারে ওয়াইসিয়ায় শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নের ২৫টি গ্রামের বেশ কিছু পরিবার ২ দিন আগেই পবিত্র ঈদুল আযহা পালন করবে। ঈদকে ঘিরে এলাকাগুলোর ওই পরিবারগুলোর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

আগাম ঈদ পালনকারীরা জানায়, তারা চট্রগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারী হয়ে ২শ বছর ধরে এভাবে আগাম ঈদ পালন করে আসছেন।

বেগমগঞ্জের জীরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আজিজুল হক ভক্ত বলেন, জন্মের পর থেকেই দেখে আসছি সৌদি আরবের সাথে মিল রেখে গ্রামের মানুষ ঈদ করে আসছে। পার্শ্ববর্তী গোপালপুর ইউনিয়নের বসন্তের বাগ গ্রামের মুন্সি বাড়ির দরজায় শনিবার সকাল ১০টায় তারা ঈদের নামাজ আদায় করবেন।

এভাবে আশপাশের বহু গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ হয় বলে জানান তিনি।

অগ্রিম ঈদ পালন করার ব্যাপারে প্রচলিত ধারণা হচ্ছে, অবিভক্ত নোয়াখালীর রসিদপুর গ্রামে মাওলানা আবদুল হামিদ ১৯২৫ সালে মত প্রচার করেন- হানাফী, মালেকী, হাম্বলী মাজহাব মতামতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সকল দেশে একই দিনে ঈদুল ফিতর, ঈদুল আযহা, রমজান, শবেবরাত, শবে মেরাজ ও শবে কদর পালিত হয়ে আসছে।

অপরদিকে কারো কারো মতে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কালাকোপ গ্রামের পীর সাহেব মাওলানা আবদুল কাইয়ুমের আদেশ অনুসারে ভক্তরা দীর্ঘদিন ধরে আরব বিশ্বের সময়ানুযায়ী ঈদ পালন করে আসছেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তেরবাগ, চাদঁকাশিমপুর, তিতাহাজরা, ফাজিলপুর, বারইচতল, মহেশপুর, মিয়াপুর, কুতুবপুর, নরোত্তমপুর, দুর্গাপুর, সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া ও পশ্চিম মহাদেবপুর গ্রামের বেশকিছু পরিবার আগাম ঈদ পালন করবে।

শরীয়তপুর: শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার ২০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ শনিবার ঈদুল আজহা পালন করতে যাচ্ছেন। তারা সবাই সুরেশ্বর দরবার শরীফের ভক্ত।

শনিবার সকাল সাড়ে ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। জামায়েতে সুরেশ্বর দরবার শরিফের ভক্তরা অংশ নেবেন। এছাড়া জেলার নিতিরা ও প্রেমতলাগ্রামেও ঈদুল আজহার আলাদা ২টি জামাত হবে।

লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণ পাড়া; রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুর, পূর্ব পাঁচপাড়া এবং মহাদেবপুর গ্রামসহ ৮টি গ্রামে শতাধিক পরিবার শনিবার ঈদুল আজহা পালন করবেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান মো. সাফিউর রহমান গণমাধ্যমকে জানান, প্রতি বছরের ন্যায় এবারও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, অলিপুর, বড়কুল, শমেশপুর, জাকনী, রামচন্দ্রপুর, প্রতাপপুর, শ্রীপুর, বেলচোঁ, রাজারগাঁও, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, বিঘা, উভারামপুর, বাজপাড়া, খিলা, ওটতলী, বালিথুবা, শোলন্ডা, রূপসা, গোয়ালবাওর, নোয়াহাট, বাশারা, তেলিসাইর, পৌনসাইর, কামতা, সুড়ঙ্গচাউল, পাইকপাড়া, মূলপাড়া, মুন্সিরহাট, ভোলাচো, কইতাড়া, মতলব উপজেলার আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচআনী, দশআনী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী গ্রামে শনিবার ঈদ উদযাপিত হবে।

জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের প্রয়াত পীর মুফতী ইসহাক চৌধুরী ১৯২৮ সালে সর্বপ্রথম তার ভক্তদের নিয়ে এ রোজা ও ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন শুরু করেন। তার মৃত্যুর পর তার ৬ ছেলে এ নীতি অনুসরণ করে যাচ্ছেন।

ভোলা : সৌদি আরবের সাথে মিল রেখে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ৮টি ইউনিয়নের ১৪টি গ্রামের ৬ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান পরিবার ঈদ-উল-আজহা উদযাপন করবে।

সুরেশ্বর এবং মাইজভান্ডারিয়া ও সাতকানিয়া পীরের অনুসারীরা পৃথক পৃথকভাবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন গ্রামে ঈদের জামায়াতে অংশ নেয়া হবে বলে জানা যায়।

সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হবে বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামে।

(জাস্ট নিউজ/এলএ/২০২৫ঘ.)

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মিথ্যা অভিযোগে হেরাতে শিয়া আলেম ...
ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...

 
user comment