সৌদি আরবের একটি আদালত দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ও শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড বহাল রেখেছে।
সম্প্রতি সৌদি আদালত শেখ নিমরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে অবশ্য উচ্চতর আদালত তার বিরুদ্ধে দেয়া রায় স্থগিত রাখে। আজ বুধবার আদালত সেই আদেশ আবার পুনর্বহাল করেছে বলে শেখ নিমরের ভাই জানিয়েছেন।
দেশের নিরাপত্তা বিঘ্নিত করা,রাজতন্ত্র বিরোধী ব্ক্তব্য দেয়া,শুক্রবারের জুমার নামাজের খোতবায় সৌদি বাদশাহ আব্দুল্লাহর সমালোচনা করা এবং কারাগারে আটক রাজবন্দিদের পক্ষে বক্তব্য দেয়ার অপরাধে তাকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে।
২০১১ সাল থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ কাতিফ প্রদেশের অধিবাসীরা দেশটিতে রাজনৈতিক সংস্কার এবং শ্রেণি-বৈষম্য দুর করার লক্ষ্যে রাজতন্ত্র বিরোধী ব্যাপক বিক্ষোভ দেখিয়ে আসছে। মানবাধিকার কর্মীরা বলছেন, রাজতান্ত্রিক দেশটির কারাগারগুলোতে অন্তত ৩০,০০০ রাজবন্দি রয়েছেন।
সৌদি রাজতন্ত্রের কঠোর দমন নীতির ব্যাপক সমালোচনা করে আন্তজার্তিক মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সরকার ভিন্নমতের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ পরিচালক জো স্টর্ক গত জানুয়ারিতে সৌদি আরবে সরকার বিরোধীদের ওপর কঠোর দমননীতির তীব্র নিন্দা জানান।#