আবনা: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সন্ত্রাসী এ গোষ্ঠী হিজবুল্লাহকে উদ্দেশ করে বলেছে, "আমরা আপনাদের কেন্দ্রে আঘাত হানার জন্য কোনো প্রচেষ্টা বাদ দেব না।" লেবাননের নাহারনেট ওয়েবসাইট এ প্রকাশ করেছে।
আন-নুসরা ফ্রণ্ট লেবাননের ত্রিপোলি শহরে বসবাসরত আলাভি শিয়াদের ওপরও হামলা চালানোর হুমকি দিয়েছ। আলাভি শিয়াদের অবস্থান আল-কায়েদা ও আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে।
লেবাননের ত্রিপোলি শহরে সন্ত্রাসী বোমা হামলার দায়িত্ব স্বীকার করার একদিন পর আন-নুসরা ফ্রন্ট এ বিবৃতি দিল। শনিবারের ওই হামলায় অন্তত নয়জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। আলাভি শিয়া অধ্যুষিত জাবাল মোহসেন এলাকার একটি ক্যাফেতে শনিবার ওই হামলা চালানো হয়।#
source : www.abna.ir