গতকাল তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি ইরান সম্পর্কে সৌদ আল ফয়সালের মন্তব্যের তীব্র নিন্দা জানান। ইরানকে মধ্যপ্রাচ্য সংকটের অংশ বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই মন্তব্যের জবাবে জনাব খাতামি বলেন, কে না জানে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠিটি গড়ে উঠেছে সৌদি পেট্রো ডলারে। মুসলিম বিশ্বে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয় সৌদি সরকারের টাকায়।
আয়াতুল্লাহ খাতামি বলেন মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূলে রয়েছে সৌদি আরব। তবে সেদেশের সরকারের বিরক্তির কারণটাও স্পষ্ট। তা হলো কোটি কোটি ডলার খরচ করেও তারা ইরাক কিংবা সিরিয়ার সরকারের পতন ঘটাতে পারে নি।
বাহরাইনের বিপ্লবের প্রতি সমর্থন দেওয়ার অপরাধে সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকের নিমরের ফাঁসির আদেশ বহাল রাখারও তীব্র নিন্দা জানান জনাব খাতামি। ইরানে কোনো অপরাধীর বিরুদ্ধে ফাঁসির রায় দিলে মানবাধিকারের কর্তাব্যক্তিরা সমালোচনার ঝড় তোলে, অথচ সৌদি সরকার নিরপরাধ শিয়া আলেমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিলেও তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো টু শব্দটি করছে না বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি।
তিনি বলেন, সৌদি সরকার ফাঁসির এই অন্যায় রায় কার্যকর করলে চড়া মূল্য দিতে হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।*