পাকিস্তানের মজলিসে ওয়াহদাতে মুসলিমিন দলের অন্যতম সদস্য ও পারাচিনার হাওযা ইলমিয়া'র অধ্যক্ষ তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের পারাচিনার অঞ্চলের শীর্ষস্থানীয় আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ নাওয়াজ ইরফান গতরাতে (২৬ নভেম্বর) রাজধানী ইসলামাবাদে তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ‘জি-১১' এলাকায় স্থানীয় সময় রাত ৯:৩০ মিনিটে সন্ত্রাসী হামলার মুখে পড়েন তিনি। হামলায় তার মাথা ও বুক লক্ষ করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা।
আল্লামা মুহাম্মাদ নাওয়াজ ইরফানি ছিলেন পাকিস্তানের শিয়া অধ্যুষিত পারাচিনার অঞ্চলে মজলিসে ওয়াহদাতে মুসলিম (এম ডব্লিউ এম)-এর একজন সক্রিয় সদস্য। পারাচিনার হাওযা ইলমিয়ার অধ্যক্ষের দায়িত্বেও ছিলেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে নিষিদ্ধ সিপাহে সাহাবা সন্ত্রাসীরা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের শিয়া ব্যক্তিত্বদেরকে পরিকল্পিতভাবে হত্যা করছে। সামাজিক অঙ্গনে তত্পর ব্যক্তিত্বরা এ হামলার সাথে সিপাহে সাহাবা'র সন্ত্রাসীরা জড়িত বলে মনে করছেন।
এদিকে শহীদ আল্লামা মুহাম্মাদ নাওয়াজ ইরফানির জানাযা আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সকালে বিপুল সংখ্যক ধর্মীয় ছাত্র, ওলামা ও সাধারণ জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে পারাচিনারের ইমাম সাদিক (আ.) মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মজলিসে ওয়াহদাতে মুসলিমিনের মহাসচিব ‘আল্লামা রাজা নাসির আব্বাস জাফারি' এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অনতি বিলম্বে আল্লামা মুহাম্মাদ নাওয়াজ ইরফানি হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় তবে ‘এম ডব্লিউ এমে'র সদস্য ও সমর্থকরা রাজধানীতে বিক্ষোভ করবে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানে আহলে বাইত (আ.) অনুসারী ধর্মীয়, সংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তত্পর ব্যক্তিত্বদেরকে পরিকল্পিতভাবে হত্যার হার লক্ষ্যণীয় ভাবে বৃদ্ধি পেয়েছে।#
source : www.abna.ir