আবনা : ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের এক সামরিক কমান্ডার শহীদ হয়েছেন। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ আজ (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের পবিত্র শহর সামারায় আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিগেডিয়ার জেনারেল হামিদ তাগাভি শহীদ হয়েছেন। সেখানে তিনি সামরিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আহলে বাইতের একাদশ ইমাম হজরত হাসান আল আসকারি (আ.)'র মাজারের কাছে ইরাকের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় আইএসআইএল বিরোধী অভিযান চালানোর সময় তিনি শহীদ হয়েছেন।
রাজধানী বাগদাদ থেকে ১১০ কিলোমিটার উত্তরে অবস্থিত সামারায় আহলে বাইতের দশম ইমাম আলি আল -হাদি (আ.) এবং একাদশ ইমাম হাসান আল- আসকারি (আ.)'র মাজার অবস্থিত।
১৯৮০-১৯৮৮ সালে ইরানের ওপর সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধে তাগাভি সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আগামীকাল (সোমবার) ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় সকাল ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে আইআরজিসি'র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
ইরান বারবার জোর দিয়ে বলেছে, তারা ইরাক ও সিরিয়ায় তৎপর আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না। তবে সেখানে যেকোনো ধরণের সামরিক পরামর্শ এবং মানবিক সহায়তা দেয়া অব্যাহত রাখবে।#
source : www.abna.ir