আবনা : সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদের অন্তত ২০০ সদস্যকে হত্যা করেছে। ওইসব সদস্য নিজেদের ভুল বুঝতে পেরে আইএসআইএল ত্যাগ করতে চাইলে তাদের হত্যা করা হয়। লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি' এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলেছে, নিহতদের বেশিরভাগই বিদেশী নাগরিক। আইএসআইএল ছেড়ে নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার পরই তাদেরকে হত্যা করা হয়। সংগঠনটি আরো বলেছে, ১২০ জনকে হত্যার বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত হতে পেরেছে। এ সংখ্যা ২০০ হবে বলে বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছে।
সংগঠনটি আরো বলেছে, তারা নিহতদের বয়স বা নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হতে পারে নি। তবে নিহতদের মধ্যে ইউরোপীয় দেশের নাগরিক রয়েছে বলে তারা জানিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া ও ইরাকে আইএসআইএলের পক্ষে যুদ্ধ করতে পনের হাজার বিদেশী সন্ত্রাসী সেখানে গেছে।#
source : www.abna.ir