আবনা : ইরাকের সামারা শহরে শহীদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হামিদ তাকাভির জানাযা ও দাফন অনুষ্ঠান শেষ হয়েছে।
গতকাল (সোমবার) রাজধানী তেহরানে আইআরজিসি'র জেনারেল স্টাফ কোয়ার্টারে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি, সাবেক প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ওয়াহিদি এবং আইআরজিসি'র কুদস ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইসমাইল কানিসহ ইরানের সিনিয়র কর্মকর্তারা অংশ নেন।
ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র বিরুদ্ধে লড়াইয়ে ইরানের এ সামরিক কমান্ডার শহীদ হন। আইআরজিসি'র জনসংযোগ বিভাগ গত রোববার এক বিবৃতিতে এ খবর দিয়েছিল। ইরাকের পবিত্র শহর সামারায় আইএসআইএল'র বিরুদ্ধে লড়াইয়ে ব্রিগেডিয়ার জেনারেল হামিদ তাগাভি সামরিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইআইরজিসি'র বিবৃতিতে আরো জানানো হয়- পবিত্র আহলে বাইতের একাদশ ইমাম হজরত হাসান আসকারি (আ.)'র মাজারের কাছে ইরাকের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় আইএসআইএল বিরোধী অভিযান চালানোর সময় তিনি শহীদ হন।#
source : www.abna.ir