আবনা : ইরানি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা-পুরদাস্তান বলেছেন, ইরাকি সীমান্তে ৪০ কিলোমিটার ব্যাপী ‘রেড জোন' গঠন করেছে ইরান এবং ইরানি ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশ প্রচেষ্টা চালানোর বিরুদ্ধে সন্ত্রাসীদের হুশিয়ার করে দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ কথা বলেছেন তিনি।
তিনি আরো বলেন, ইরাকে আগ্রাসন চালানোর সূচনা থেকেই ইরানি সীমান্তে ঢোকার বিরুদ্ধে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল'কে হুশিয়ার করে দিয়েছে ইরানি সেনাবাহিনী।
জেনারেল পুরদাস্তান আরো বলেন, পশ্চিমাঞ্চলীয় ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল যখন ঢুকে পড়ে এবং ইরাকি সীমান্তের কাছাকাছি এসে যায় তখনই ইরানি পদাতিক বাহিনী তাদের নির্মূল করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তিনি বলেন, ইরাকি সীমান্তে সে সময় ৪০ কিলোমিটার ‘রেড লাইন' হিসেবে চিহ্নিত করে ইরান এবং এই রেখা অতিক্রম করলেই ইরাকি সেনাবাহিনীর প্রচণ্ড হামলার মুখে পড়বে বলে তাদের হুশিয়ার করে দেয়া হয়েছে। ইরানের এ বার্তা পাওয়ার পরই তড়িঘড়ি ওই এলাকা ছেড়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল পালিয়ে যায় বলেও জানান তিনি।
সন্ত্রাসী গোষ্ঠীদের কলা-কৌশল সম্পর্কে ইরানি সেনাবাহিনী পুরোপুরি অবহিত আছে উল্লেখ করে তিনি বলেন, ইরাকে তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে ইরান।#
source : www.abna.ir