আবনা : সম্প্রতি ইরান সফরে এসেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের আইনজীবী এবং খুলনা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. ড. মোঃ জাকির হোসাইন। ইসলামি বিপ্লবের পর ইরানের উন্নতি কাছে থেকে দেখার জন্যই মূলত তিনি এ সফরে আসেন বলে আমাদের জানান তিনি। ব্যস্ত সফরের এক ফাঁকে রেডিও তেহরানের স্টুডিওতে এসেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে মানবাধিকার লঙ্ঘনকারী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে বলেন, এ গোষ্ঠী ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাস করছে। তার পুরো সাক্ষাৎকারটি এখানে উপস্থাপন করা হলো:
রেডিও তেহরান: অ্যাড. ড. মো. জাকির হোসাইন! আপনাকে রেডিও তেহরানের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার ইরান সফর সম্পর্কে জানতে চাচ্ছি।
অ্যাড. জাকির হোসাইন: আমিও আপনার মাধ্যমে রেডিও তেহরানের সব শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। ১৯৭৯ সালে সফলভাবে ইসলামি বিপ্লব হওয়ার পর এখনো যে সফলভাবে টিকে আছে এবং ইরানে কি পরিবর্তন হয়েছে সেটা নিজের চোখে দেখার জন্য ইরানে এসেছি। তাছাড়া ইরানকে যে আধুনিক এবং ইসলামাইজ করা হয়েছে সেটা দেখার জন্য ও অনুধাবন করার জন্য ইরানে এসেছি।
রেডিও তেহরান: তো কতটুকু দেখলেন, কী মনে হলো আপনার?
অ্যাড. জাকির হোসাইন: এখনো আমার সফর শেষ হয়নি, তারপরও যেটুকু দেখেছি সেটা হল- বর্তমান বিশ্বে বিশেষ করে আধুনিক প্রযুক্তিগত বিশ্বে ও গ্লোবালাইযেশনের যুগের মানুষ মনে করছে ইসলামের যুগ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান ইরানের ইসলামি সরকার প্রমাণ করেছে, ইসলাম সর্বকালের চাহিদা পূরণ করতে সক্ষম। ইসলাম সার্বিকভাবে যে কোনো আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।
রেডিও তেহরান: আপনি তো মিডিয়া জড়তের সাথে জড়িত বিশেষ করে খুলনা থেকে প্রকাশিত ফজর পত্রিকার সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে। ইরান সম্পর্কে সেখানে অনেক লেখা ছাপতে দেখেছি আমরা। তো কেমন সাড়া পেলেনপাঠকের পক্ষ থেকে?
অ্যাড. জাকির হোসাইন: আলহামদুলিল্লাহ, ফজরের পাঠকের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সার্কুলেশনও বাড়াতে হচ্ছে। পাঠকের মধ্যে ইরান সম্পর্কে- আহলে বাইত সম্পর্কে- বেলায়েতে ফকীহ (সর্বোচ্চ ধর্মীয় নেতা) সম্পর্কে আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে।
রেডিও তেহরান: আপনি একজন সাংবাদিক,ফলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনি যথেষ্ট সচেতন। বিশ্বব্যাপী এখন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সম্পর্কে তো তোলপাড় হচ্ছে, বাংলাদেশের মানুষের মাঝে এই গোষ্ঠি সম্পর্কে প্রতিক্রিয়া কী?
অ্যাড. জাকির হোসাইন: এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইএসআইএলকে বাংলাদেশের সচেতন মানুষ একটি সন্ত্রাসী ও মানবাধিকার লঙ্ঘনকারী গোষ্ঠী বলে মনে করছে। ইসলামি বিপ্লব সফল হবার পর যেসব দেশ নিজেদের রাজতন্ত্র রক্ষার জন্য ভয়ে আছে তারা এবং বিশেষ করে সাম্রাজ্যবাদীরা আইএসআইএলকে সৃষ্টি করেছে। আমরা উদহারণ হিসেবে বলতে পারি, তালেবানের বিপ্লবকে মানুষ প্রথমে ভালো মনে করেছিল কিন্তু যখন দেখল তারা ইসলামের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী করছে এবং তাদেরকে আমেরিকা সৃষ্টি করেছে, তখন মানুষ তাদের উপর থেকে শ্রদ্ধা হারিয়েছে। আবার দেখা যাচ্ছে আমেরিকা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার তারাই আইএসআইএলকে নতুন মডেলে সৃষ্টি করেছে, যাতে মানুষ মনে করে ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম এবং ইসলামের উপর মানুষের যেন খারাপ ধারনা সৃষ্টি হয়।
রেডিও তেহরান: অ্যাড. ড. মো. জাকির হোসাইন, আপনার মূল্যবান সময় দেয়ার জন্য আপনাকে রেডিও তেহরানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
অ্যাড. জাকির হোসাইন: আপনাদেরকেও অনেক ধন্যবাদ।#
source : www.abna.ir