আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকের সালাহুদ্দীন প্রদেশের পবিত্র সামেরা শহরে ৫টি বিস্ফোরণের ঘটনা ঘটছে, বিষয়টি নিশ্চিত করেছে ইরাকের নিরাপত্তা সূত্র।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারী) তাকফিরি সন্ত্রাসীরা মোর্টার শেল নিক্ষেপ ও আত্মঘাতী গাড়ী বোমা হামলার মাধ্যমে ইরাকের সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনী'র উপর হামলা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলায় হতাহতদের সংখ্যা নিশ্চিত না করা হলেও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, ৩ ব্যক্তি শহীদ এবং অপর ৪১ জন আহত হয়েছে।
ইরাকের নিরাপত্তা এক সূত্র জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসীরা আল-হুওয়াইশ অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও গণবাহিনীর একটি চেকপোস্টে ৫টি আত্মঘাতী গাড়ী বোমার বিস্ফোরণ ঘটায়। একই সময় আল-হুওয়াইশ অঞ্চলের উদ্দেশ্যে কয়েকটি মোর্টার শেলও নিক্ষেপ করা হয়।
কিছু কিছু সংবাদ সূত্র বদর বিগ্রেডের কমান্ডার ‘রাফেদ জাব্বার আল-মাওয়ালি'র শাহাদাতের কথা উল্লেখ করেছে।
এদিকে পবিত্র শহর সামেরায় জনগণের সহযোগিতায় তাকফিরি সন্ত্রাসীদেরকে হামলাকে ব্যর্থ করে দিয়েছে ইরাক নিরাপত্তা বাহিনী।
সামেরা শহরে হামলা ও বদর ব্রিগ্রেডের কমান্ডার হত্যাকাণ্ডারে দায়িত্ব স্বীকার করেছে আইএসআইএস।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইরাকের নাইনাভা ও মোসুল অঞ্চল দখল করে নিয়ে নৃশংস হত্যাকাণ্ড ও বিভিন্ন অমানবিক অপরাধকর্ম অব্যাহত রেখেছে আইএসআইএল খ্যাত তাকফিরি সন্ত্রাসীরা। তারা বহুবার সামেরা শহর দখলের উদ্দেশ্যে হামলা চালালেও গণ প্রতিরোধ, ইরাকের নিরাপত্তা ও সামরিক বাহিনী'র প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।#
source : www.abna.ir