আবনা : মার্কিন মেরিন সেনারা পুনরায় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। আফগান যুদ্ধ শেষ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রকাশ্য ঘোষণা দেয়ার ক'দিনের মধ্যেই এ তৎপরতা শুরু হলো।
এদিকে, চলতি সপ্তাহে দ্যা মেরিন কোর টাইমস খবর দিয়েছে, আফগানিস্তানে মোতায়েনের জন্য নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সেকেন্ড এয়ার নাভাল গানফায়ান লিয়াজোঁ কোম্পানি প্রস্তুতি নিচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানে নিরাপত্তা অভিযানের দায়িত্বে নিয়োজিত থাকবে মার্কিন মেরিন।
এ প্রস্তুতির অংশ হিসেবে হাতে তৈরি বোমা ঠেকানো থেকে শুরু করে শত্রু হামলার উৎস খুঁজে বের করা পর্যন্ত নানা তৎপরতা রয়েছে। এ ছাড়া, ভারি মালবহনে সক্ষম হেলিকপ্টারে মাল বোঝাই করা, আফগানের গ্রাম্য নেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং স্নাইপার এবং গোপন হামলার বিষয়গুলোও রয়েছে।
অবশ্য মেরিন বাহিনীকে কবে নাগাদ পুরোপুরি মোতায়েন করা হবে সে সংক্রান্ত তথ্য জানাতে অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী।#
source : www.abna.ir