আবনা : আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলীগের ভারতের মুরব্বি মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে তা শুরু হয়।
বুধবার থেকেই ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে অংশ নিতে ৩৩ জেলার মুসল্লিরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। তবে দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের ইজতেমা ময়দানে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানায় তারা।
মুসল্লিদের জন্য ৩৯টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। ইজতেমা ময়দানে জেলাওয়ারি খিত্তায় মুসল্লিরা অবস্থান নেন। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫০তম বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমাস্থলে হাজির হয়েছেন।
এদিকে ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও এর আশপাশের হাজার হাজার মুসল্লি সকাল থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এতে জুমার নামাজে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ আশা করা হচ্ছে।
এর আগে অবরোধের মাঝেই গত ৯ জানুয়ারি ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সা'দ।
source : www.abna.ir