আবনা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর টুইটার অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আমেরিকায় এখনো বৈষম্য বিরাজ করছে। মার্কিন খ্যাতনামা কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং'এর জন্মবার্ষিকী উপলক্ষে বার্তাটি পাঠানো হয়েছে।
সর্বোচ্চ নেতার টুইটার বার্তায় হ্যাশট্যাগ ফার্গুসন এবং হ্যাশট্যাগ এমএলকে (মার্টিন লুথার কিং) ব্যবহার করে বলা হয়েছে, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার জনগণই কেবল নয় বরং মার্কিন জনগণও মার্কিন কর্তৃপক্ষের অন্যায় আচরণের শিকার হচ্ছে।
আফ্রিকান আমেরিকান মানুষদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী ব্ল্যাক লাইভস ম্যাটার নামে সম্প্রতি বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভের প্রেক্ষাপটে আমেরিকায় মার্টিন লুথার কিং'এর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।
সর্বোচ্চ নেতার অপর এক টুইটার বার্তায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মার্কিন সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রর কালো মানুষদের সাম্প্রতিক বিক্ষোভের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মার্কিন সরকারের ব্যর্থতার কথা প্রমাণিত হয়েছে। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সাম্যের লিখিত ঘোষণা দেয়ার পর অনেক বছর পার হয়ে গেছে কিন্তু এখনো আমেরিকায় বৈষম্য বিরাজ করছে বলে বার্তায় উল্লেখ করা হয়।#
source : www.abna.ir