আবনা : তুরস্কের ইস্তাম্বুল শহরে বোমা হামলাকারী নারী নরওয়ের তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র এক সদস্যের স্ত্রী। গত ৬ জানুয়ারি ইস্তাম্বুল শহরে সংঘটিত ওই আত্মঘাতী হামলায় এ নারী নিহত হয়।
তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকা গতকাল (শুক্রবার) খবর দিয়েছে, ১৮ বছর বয়সী ডায়ানা রামাজানোভা নামের এ নারী রাশিয়ার দাগেস্তানের অধিবাসী এবং চেচেন বংশোদ্ভূত নরওয়ের নাগরিক আবু আলিউভিৎজ এদেলবাইজেভের বিধবা স্ত্রী। হুররিয়াত বলেছে, অনলাইন জগত থেকে তাদের পরিচয় হয়েছিল এবং তারা গত বছর ইস্তাম্বুল অথবা সিরিয়ায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।
পত্রিকার খবর অনুসারে, রামাজানোভা গত বছরের মে মাসে ট্যুরিস্ট ভিসায় তুরস্কে ঢোকে তবে তার স্বামী সম্ভবত অবৈধভাবে তুরস্কে এসেছিল। পরে তারা দু জনই আইএসআইএল'র হয়ে যুদ্ধ করতে গত জুলাই মাসে তুরস্ক থেকে সিরিয়ায় ঢোকে এবং ডিসেম্বর মাসে এদেলবাইজেভ সিরিয়ার একটি যুদ্ধক্ষেত্রে মারা গেছে। এরপর গত ২৬ ডিসেম্বর রামাজানোভা সিরিয়া থেকে তুরস্কে ফিরে আসে এবং ৬ জানুয়ারি ইস্তাম্বুল শহরের একটি পুলিশ স্টেশনে বোমা হামলা চালায়।
ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকায় চালানো ওই বোমা হামলায় তিন মাসের গর্ভবতী রামাজানোভা এবং এক পুলিশ সদস্য নিহত হয়। হামলায় আরেক পুলিশ আহত হয়েছিল।#
source : www.abna.ir