আবনা : সৌদি আরবের রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজ রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সৌদি আরবের রাষ্ট্রীয় টিভিতে আজ (শুক্রবার) সকালে তার মৃত্যু সংবাদ প্রচার করা হয় এবং সৎ ভাই ও যুবরাজ সালমানকে দেশটির পরবর্তী রাজা হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে বলে ঘোষণা করা হয়।
আবদুল্লাহর নামাজে জানাজা এবং দাফন আজ বিকেলে সম্পন্ন হবে।
রিয়াদের কিং আবদুল আজিজ মেডিক্যাল সেন্টারে গত মাসের শেষ থেকে আবদুল্লাহর চিকিৎসা চলছিল। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। অসুখের কারণে তাকে সাময়িকভাবে টিউবের মাধ্যমেও শ্বাস নিতে হয়েছে। এর আগে, ২০১১ এবং ২০১২ সালে দু'দফা তার পিঠে অস্ত্রোপচার করা হয়।
সাবেক সৌদি রাজা ফাহাদের মৃত্যুর পর ২০০৬ সালে আবদুল্লাহ দেশটির সিংহাসনে আরোহণ করেছিলেন। অবশ্য রাজা ফাহাদ স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার আগেও ১০ বছর সৌদি আরবের শাসনকার্য পরিচালনা করেন আবদুল্লাহ।
সৌদি আরবে সরকার বিরোধী বিক্ষোভ দিনে দিনে বাড়ছে এবং এ পরিপ্রেক্ষিতে আবদুল্লাহ'র মৃত্যুতে তেল সমৃদ্ধ দেশটির ভবিষ্যত নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।#
source : www.abna.ir