আহলে বাইত (আ.) বার্তা সংস্থার সাংস্কৃতিক বিভাগ: শিয়া বিশ্বের প্রখ্যাত মারজায়ে তাক্বলিদ হযরত আয়াতুল্লাহ সাফী গুলপায়গানী, হযরত আয়াতুল্লাহ আল-উজমা মরহুম বুরুজেদী'র স্মৃতি চারণ করে তার হতে একটি ঘটনা বর্ণনা করেন। যাতে মরহুম আয়াতুল্লাহ বুরুজেরদী কর্তৃক সৌদি আরবের বাদশাহ'র সাথে সাক্ষাতে অসম্মতি প্রকাশের বিষয়টি বলা হয়েছে।
সৌদি আরবের তৎকালীন বাদশাহ ইরানে এক সফরে এসে মরহুম আয়াতুল্লাহ বুরুজেরদী'র জন্য বিভিন্ন উপঢৌকন পাঠান, অতঃপর তাঁর সাথে সাক্ষাতের অনুমতি চান।
মরহুম আয়াতুল্লাহ্ বুরুজেরদী ঐ সকল উপঢৌকনের মধ্য হতে শুধুমাত্র কয়েক খণ্ড কুরআন শরিফ এবং পবিত্র কা'বা গৃহের পর্দার কিছু কাপড় রেখে অন্যান্য সকল উপঢৌকন ফেরত পাঠান এবং তার সাথে সাক্ষাতের বিষয়ে অসম্মতি জানান।
কেউ কেউ তাঁর নিকট অসম্মতির কারণ জানতে চাইলে মরহুম আয়াতুল্লাহ বুরুজেরদী বলেন: ‘যদি সৌদি আরবের বাদশাহ কোম শহরে আসে এবং হযরত মাসুমা (সালামুল্লাহ আলাইহা)-এর মাজার যেয়ারতে না যায়, তবে সেটা হবে তাঁর (সা. আ.) জন্য অপমান স্বরূপ এবং আমি সেটা সহ্য করতে পারব না।#
source : www.abna.ir