আবনা : বাহরাইনের বিরোধী দলীয় নেতা শেইখ আলী সালমান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। আজ (বুধবার) তাকে সরকার নিয়ন্ত্রিত একটি আদালতে হাজির করা হলে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন।
সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও আইন অমান্যের জন্য জনগণকে উস্কানি দেয়ার অভিযোগে আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক শেইখ আলী সালমানকে গত ২৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়। আজ আদালতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ওয়েফাকের কেন্দ্রীয় নেতাদেরকে ঢুকতে দেয়া হয়নি।
আদালতে শুনানি শুরুর আগে সালমান বাহরাইনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির জনগণকে সহযোগিতার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাহরাইনি জাতির শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সমর্থন এবং সরকারের দমন-পীড়ন থেকে জনগণকে রক্ষা করা নৈতিক দায়িত্ব।
২০১১ সাল থেকে বাহরাইনে গণতন্ত্রপন্থিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। সরকারি বাহিনীর হামলায় এ পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া বহু আন্দোলনকারীকে আটক করা হয়েছে। #
source : www.abna.ir