মহানবি (স.) এর অবমাননায় ব্যঙ্গ কার্টুন প্রকাশকারী পত্রিকা শার্লি এবদো তেলআবিবে বিতরণ করা হয়েছে।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মহানবি (স.) কে অবমাননা করে ব্যঙ্গ কার্টুন প্রকাশকারী ফরাসী পত্রিকা শার্লি এবদো বিনামূল্যে বিতরণ করা হয়েছে তেলআবিবে।
শার্লি এবদো'র প্রতি সমর্থন ব্যক্ত করে এ পত্রিকা ইসরাইলে সরবরাহ করার দাবী জানিয়েছিলেন জায়নবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিকদোর লিবারম্যান।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এভিকদোর লিব্যারম্যান, Yisrael Beiteinu পার্টির সদস্যদের এক সমাবেশে সাপ্তাহিক শার্লি এবদো পাইকারী হারে ক্রয় এবং এর সাথে জড়িত কর্মকর্তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদানের পরামর্শ দিয়ে ক্রয়কৃত পত্রিকাগুলো জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণের দাবী জানিয়েছিলেন। তার দাবীর ভিত্তিতে, অবমাননাকর ঐ পত্রিকা কিনে ইসরাইলিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হল।
এদিকে জায়নবাদী ইসরাইলের উস্কানিমূলক এ পদক্ষেপের নিন্দা জানিয়ে মসজিদুল আকসার খতিব ও কুদস ইসলামি পরিষদের প্রধান শাইখ আকরামা সাবরি বলেছেন : এ পদক্ষেপ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
ইতিপূর্বে কখনই শার্লি এবদো ৬০ হাজারের অধিক সংখ্যায় প্রকাশিত না হলেও সম্প্রতি এর দপ্তরে সন্ত্রাসী হামলা এবং এর ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার পর প্রতিদিনই এর প্রকাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা শার্লি এবদো ৭ই জানুয়ারীর হামলার পর সর্বশেষ সংখ্যা বিক্রি করে ১২ মিলিয়ন ইউরো হাতিয়ে নিয়েছে। আর গণসাহায্য ও ফ্রান্স সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অংক অন্তত ১৫ মিলিয়ন বা দেড় কোটি ইউরো অতিক্রম করবে। এ অর্থ পত্রিকার দীর্ঘ সময় যাবত আর্থিক স্বচ্ছলতার বিষয়টি নিশ্চিত করার জন্য যথেষ্ট।
উল্লেখ্য, ফরাসী পত্রিকা শার্লি এবদো কর্তৃক মহানবি (স.) এর অবমাননায় ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার পর সারা বিশ্বের মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়ে এবং ঘৃণ্য এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়।#
source : www.abna.ir