আবনা : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র এক কমান্ডার ও তার ৪৫ সহযোগীকে আটক করেছে আফগান তালেবানরা।
তালেবানের গভর্নর মোল্লা আব্দুর রহীম আখুন্দের নির্দেশে আইএসআইএল কমান্ডার মোল্লা আব্দুর রউফ খাদিমকে আটক করা হয়। কারণ হিসেবে বলা হয়েছে- কমান্ডার খাদিম ‘তালেবান আফগান' রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ইসলাম-বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আফগান তালেবানের ধর্মীয় নেতারা ও বিচারকরা মোল্লা খাদিমের বিচার করবেন।
মোল্লাহ খাদিম আফগানিস্তানের কাকাজি আযান এলাকায় জোরপূর্বক লোকজনকে আইএসআইএল-এ রিক্র্যুট করার কাজ করছিলেন। এছাড়া, তিনি লোকজনকে বোঝাচ্ছিলেন যে, মোল্লাহ ওমর আর বেঁচে নেই এবং এখন তাকেই এখন তাদের সমর্থন করতে হবে।
মোল্লা খাদিম কিছুদিন মার্কিন কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে বন্দি ছিলেন এবং ২০০৭ সালে তাকে মুক্তি দেয়া হয়। কিছুদিন ধরে তিনি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আইএসআইএল সদস্য রিক্র্যুট করার কাজ করছিলেন।#
source : www.abna.ir