আবনা : সিরিয়ার কুর্দি যোদ্ধারা কুবানি শহরের আশেপাশের গ্রামগুলো থেকেও আইএসআইএল জঙ্গিদের হটিয়ে দিতে শুরু করেছে। কুর্দি পিপল'স প্রোটেকশান ইউনিটস বা ওয়াইপিজি'র মুখপাত্র রিদুর শেলিল বলেছেন, কুবানির আশেপাশের গ্রামগুলোতে অবস্থান নেয়া আইএসআইএল জঙ্গিরা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না।
তিনি বলেন, ‘আইএসআইএল পুরোপুরি বিপর্যস্ত। কাজেই তাদের পক্ষে এখন আর কোনো এলাকার কর্তৃত্বই ধরে রাখা আরা সম্ভব নয়।'
কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যেসব সন্ত্রাসী কুবানি শহর থেকে ৪/৫ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছিল তারা এখন অন্তত ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তাদের পিছুহটা অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে কুর্দি যোদ্ধারা ১১০ দিনব্যাপী যুদ্ধের পর আইএসআইএল'র কাছ থেকে কুবানি শহরটি পুরোপুরি মুক্ত করে। এরপর কুর্দি যোদ্ধারা শহরটির আশেপাশের এলাকাগুলোকেও জঙ্গিমুক্ত করার অভিযানে নামে। এ অভিযানে ব্যাপক সাফল্য পাচ্ছে তারা। কুর্দি অধ্যুষিত কুবানি শহর হাতছাড়া হওয়ার পর আইএসআইএল জঙ্গিরা আরো বেশি হতাশ হয়ে পড়েছে বলে জানা গেছে। ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি কয়েকটি দেশ আইএসআইএলকে সরাসরি সমর্থন দিলেও জঙ্গি গোষ্ঠীটির অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে।#
source : www.abna.ir