আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সন্ত্রাসী দল ‘জাইশুল ইসলাম' গতকাল (বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি) সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
গতরাতে আল-মায়াদিন চ্যানেল হতে প্রকাশিত সংবাদে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে : দামেস্কের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে বহু রকেট নিক্ষেপ করা হয়েছে।
জাইশুল ইসলাম সন্ত্রাসী বাহিনী'র প্রধান ‘যোহরান আলুশ' তার টুইটার পেজে লিখেছে, সিরিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় দিনের পর দিন সেনাবাহিনী'র অগ্রসরের ফলে এ দলটি পশ্চাদপসারণে বাধ্য হয়েছে। আর তাই সরকার থেকে প্রতিশোধ নিতে দামেস্ক শহরের উপর রকেট হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
এ হামলার মূল লক্ষ্য দামেস্কের সামরিক ঘাঁটি বলে উল্লেখ করলেও গতকাল সকালে উল্লেখযোগ্য সংখ্যক রকেট দামেস্কের আবাসিক এলাকাগুলোতে আঘাত হেনেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে : সিরিয়ার সরকার বিরোধী সূত্র দামেস্কের বিভিন্ন অঞ্চলে ৫০ এরও অধিক রকেট আঘাত হানার তথ্য দিয়েছে। এদিকে জাইশুল ইসলাম সন্ত্রাসী দলের প্রধান ঘোষণা করেছে, এ হামলা অব্যাহত থাকবে।
সংবাদ সুত্রগুলো জানিয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলায় ২ ব্যক্তি নিহত এবং ১০ জনেরও বেশী লোক আহত হয়েছে।
বলাবাহুল্য, কয়েক সপ্তাহ পূর্বে সেনাবাহিনী থেকে প্রতিশোধ নিতে দামেস্কের আবাসিক এলাকাগুলোর উপর রকেট হামলা চালায় জাইশুল ইসলাম। এতে বহু বেসামরিক লোক নিহত হয়েছিল।#
source : www.abna.ir