আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : উক্ত আলোচনা সভায় বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব আব্দুল মজিদ খান। খুলনা তালিমুল মিল্লাত মাদ্রাসার আরবি বিভাগের প্রধান ও বয়রা আবাসিক এলাকার বায়তুল নাজাফ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল মজিদ, নড়াইল ফলইডাঙ্গা মসজিদের সাবেক ইমাম মাওঃ আতিয়ার রহমান, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবি ড. মোঃ জাকির হোসেন, ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী প্রমূখ।
পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া-এ-ইমামে জামান (আ.) এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া এ অনুষ্ঠানে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্র হাফেজ মোঃ তরিকুল ইসলাম, সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ ইকবাল এবং নাতে রাসূল (সা.) ও ইমাম খোমেনীর উপর স্বরচিত কবিতা পাঠ করেন মোঃ আতিয়ার রহমান।
আগত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মহান বিপ্লবের স্থপতি হযরত ইমাম খোমেনী (রহ.) এর অসিয়ত নামার অংশ বিশেষ পাঠ করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান।
আলোচনা পর্বে বিশিষ্ট মেহমান তালিমুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল মজিদ তার বক্তব্যে ইসলামী বিপ্লব ও ইমাম খোমেনী (রহ.) এর বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ইমাম খোমেনী (রহ.) ছিলেন বিংশ শতাব্দীর মোজ্জাদ্দেদ এবং তাঁর বহুমাত্রিক গুণাবলী ও দূরদর্শী নেতৃত্বের কারণে ইসলামী বিপ্লব বিজয় অর্জন করেছে। তিনিই প্রথম মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদীবাদী ইসরাইল ও মুসলিম বিরোধী পাশ্চাত্য শয়তানী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। আজকের প্রেক্ষাপটে তাঁর এই আহবানে সাড়া দেয়া আমাদের জন্য অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
এ্যাড. ড. জাকির হোসেন তাঁর বক্তব্যে সংক্ষেপে বিপ্লবোত্তর ও বিপ্লব পরবর্তী ইরানের রাজনৈতিক অবস্থা তুলে ধরেন। তিনি সম্প্রতি তার ইরান সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে কতটা সুন্দর ও নিপুন তা স্বচক্ষে না দেখলে আমিও ততটা বুঝতে পারতাম না।
ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইসলামী বিপ্লব হচ্ছে কারবালায় হযরত ইমাম হোসাইন (আ.) এর মহান আত্মত্যাগেরই ফসল। হযরত ইমাম খোমেনী (রহ.) তাই বলেছিলেন "আমরা যা কিছু পেয়েছি তা কারবালা থেকেই পেয়েছি"। তিনি বলেন, মহান এই ইসলামী বিপ্লব বিশ্বের সকল নির্যাতিত ও নিপীড়িত জনগোষ্ঠীকে অত্যাচারী ও নিপীড়ক শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা আতিয়ার রহমান ও মাওঃ শহীদুল হক প্রমূখ।
বার্তা প্রেরক
মোঃ ইকবাল
সাধারণ সম্পাদক
আহলে বাইত ফাউন্ডেশন
১২, আলতাপোল লেন
খুলনা।
source : www.abna.ir