আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : স্কাই নিউজ গতকাল (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, লন্ডন পুলিশ এক ব্যক্তিকে (৩২) আইএসআইএলে'র সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করেছে।
সম্প্রতি মাসগুলোতে ব্রিটেনের এন্টি টেরোরিজম বিভাগ আইএসআইএলে'র সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে। এছাড়া আইএসআইএলে'র সাথে যুদ্ধ করতে যাওয়া ব্রিটেনের ৩ নাগরিককে দেশে প্রত্যাবর্তনের পর আটক এবং বিচারের পর তাদেরকে জেলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেনে ৬শ' থেকে ২ হাজার আইএসআইএলে'র সদস্য রয়েছে। সৌদি আরব, তিউনিশিয়ার পর সংখ্যার দিক থেকে ব্রিটিন রয়েছে তৃতীয় স্থানে। বর্তমানে এ বিষয়টি দেশটির সরকারের মাথাব্যাথার কারণ হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ‘ডেভিড ক্যামেরুন' দুই মাস আগে তুরস্ক সফরে তুরস্কের প্রধানমন্ত্রী ‘আহমাদ দাউদ উগলু' ও প্রেসিডেন্ট ‘রাজাব তায়েব এর্দোগানে'র সাথে আইএসআইএলে'র সদস্য ব্রিটেনের নাগরিকদের তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়া ও ইরাকে প্রবেশের পথ রোধ করতে পরস্পের সাথে মতবিনিময় করেছিলেন। ফারস
source : www.abna.ir