আবনা : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মেয়েকে হত্যাপ্রচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তুরস্কের সরকারপন্থি স্টার, আকসাম ও গুনেস পত্রিকায় এরদোগানের ২৯ বছর বয়সী মেয়ে সুমাইয়া এরদোগানকে হত্যার বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রীয় কৌঁসুলিরা এ তদন্ত শুরু করেছেন।
পত্রিকার খবরে বলা হয়েছে, আমেরিকায় বসবাসকারী ধর্মীয় নেতা এবং এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী ফতেউল্লাহ গুলেন সুমাইয়াকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং তুরস্কের প্রধান বিরোধীদল এ পরিকল্পনাকে সমর্থন করেছে। আংকারার প্রধান কৌঁসুলির অফিস মনে করছে, এ ঘটনা সরকারের জন্য একটি হুঁশিয়ারি সংকেত।
তুরস্কের ওই তিনটি পত্রিকা দাবি করেছে, প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির সংসদ সদস্য উমুত ওরান ও সরকার সমর্থক ব্লগার ফুয়াত আভনির মধ্যকার টুইটার বার্তার ভিত্তিতে সুমাইয়া হত্যা ষড়যন্ত্রের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ফতেউল্লাহ গুলেনের আইনজীবী নুরুল্লাহ আলবায়রাক প্রতিবেদন নাকচ করে বলেছেন, এটি মারাত্মক অনৈতিক অপবাদ। তিনি আরো বলেছেন, এর আগে তুরস্ক এত বড় মারাত্মক বেআইনি, অনৈতিক এবং মিথ্যা আর দেখে নি। উমুত ওরানও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, তিনি অনৈতিক অপবাদ ও কুৎসিত অপপ্রচারের শিকার। এ ধরনের কালো অপপ্রচার বন্ধ করারও আহ্বান জানান তিনি।#
source : www.abna.ir