আবনা ডেস্ক : বিশ্বনবীর জীবনালেখ্যভিত্তিক চলচ্চিত্র ‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.) নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মুভিটি কিভাবে দেখা যাবে, ইউটিউবে দেয়া হবে কিনা- এসব তথ্য জানতে চেয়েছেন ফেসবুকের অগণিত সদস্য। এ বিষয়টি জানতে কিছুদিন আগে MuhammadMovie ফেসবুক পেইজের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুভিটি দেখানো হবে। তবে তা বাংলায় ডাবিং করে দেখানো হবে নাকি ইংলিশ ভার্সন দেখানো হবে তা তিনি বলেননি। অবশ্য, ইরানে অবস্থানরত এক বাংলাদেশি ভাই বলেছেন, মুভিটির বাংলা সাব-টাইটেলের কাজ চলছে।
এ বিষয়ে আরও তথ্য জানতে ঢাকাস্থ ইরানি সংস্কৃতি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়। কালচারাল কাউন্সিলরের বরাত দিয়ে এক কর্মকর্তা জানান, ব্যয়বহুল ছবিটি প্রথমে দেশের সিনেমা হলগুলোতে চলবে। বাংলাদেশের সঙ্গে ইরানের সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় সরকারের সহযোগিতা নিয়েই মুভিটি দেখানো হবে। ডাবিংয়ের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, মুভি কর্তৃপক্ষ ডাবিং করে দেখালে তো কোনো কথা নেই আর তারা না করলে পরবর্তীতে ইরানি কালচারাল সেন্টার ডাবিংয়ের উদ্যোগ নেবে।
মুভিটি যেহেতু বিশ্বের অধিকাংশ দেশে দেখানোর পরিকল্পনা রয়েছে তাই আপাতত ইউটিউব কিংবা অনলাইনে ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে।#
source : abna