বাঙ্গালী
Saturday 4th of May 2024
0
نفر 0

শিশু নীরব হত্যা মামলার প্রধান আসামির জামিন

আবনা ডেস্ক : রাজধানীর শ্যামপুরে পয়োনিষ্কাশনের নালায় পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যু হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহরিয়ার আহমেদ শুকুর জামিন পেয়েছেন। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন। শুকুরের পক্ষে জামিনের শুনানি করেন আওয়ামী লীগ দলীয় সাংসদ সানজী
শিশু নীরব হত্যা মামলার প্রধান আসামির জামিন

আবনা ডেস্ক : রাজধানীর শ্যামপুরে পয়োনিষ্কাশনের নালায় পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যু হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহরিয়ার আহমেদ শুকুর জামিন পেয়েছেন। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন।
শুকুরের পক্ষে জামিনের শুনানি করেন আওয়ামী লীগ দলীয় সাংসদ সানজীদা খানম। তিনি জামিনদারও হয়েছেন।
৮ ডিসেম্বর শ্যামপুরের পয়োনিষ্কাশন নালায় পড়ে যায় শিশু নীরব। প্রায় চার ঘণ্টা পর বুড়িগঙ্গার পাড় থেকে শিশু নীরবের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৩ ডিসেম্বর কদমতলী থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এই শাহরিয়ার আহমেদ শুকুরের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় বলা হয়, কদমতলী থানাধীন শ্যামপুর শিল্প এলাকার শিল্প মালিক সমিতির নির্মাণ করা ওই ম্যানহোল দিয়েই কল কারাখানার বর্জ্য নিষ্কাশন হয়। ওই স্থানটি শ্যামপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন। কিন্তু শিল্প মালিক সমিতি তাদের নিজস্ব কাজে ওই ম্যানহোল ও পয়োনিষ্কাশন লাইন ব্যবহার করে। ম্যানহোলটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার রাখা ও ঢাকনাগুলো দিয়ে ঠিকমতো ঢেকে রাখার জন্য এই আসামিসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে শিল্প মালিক সমিতি দায়িত্ব দেয়।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সূরা ইউসুফ; (২৪তম পর্ব)
জ্ঞান অর্জনের দায়িত্ব-কর্তব্য (১ম ...
মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক
যায় দিন ভালো, আসে দিন খারাপ!
মৃতের সংখ্যা ১০০ ছুঁতে পারে, ...
ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ...
ধরা পড়ল আইএসআইএলে প্রশিক্ষিত ...
চলে গেলেন আয়াতুল্লাহ শাহরুখি
শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ...
নগরনো-কারাবাখে একতরফা ...

 
user comment