এক ছাত্রের গায়ে আগুন দিয়ে করাচির একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে তাকফিরি সন্ত্রাসীরা।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের বিভিন্ন সূত্র জানিয়েছে, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের একটি দল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শরীরে আগুন দিয়েছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এ সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, ‘হারেস জাভেদ' নামের ঐ ছাত্রকে ৩ দিন পূর্বে অপহরণ করার পর গত বৃহস্পতিবার তার তার শরীরে আগুন লাগিয়ে তাকে করাচির একটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় ঐ ছাত্র স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে সে করাচির এক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িতদেরকে আটক করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বিভাগ।
সম্প্রতি পাকিস্তানের করাচি, পেশোয়ার ও রাওয়ালপিণ্ডিসহ অন্যান্য শহরে আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসী হামলা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে। বিগত মাসগুলোতে সন্ত্রাসীদের চালানো বিভিন্ন হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি শহীদ হয়েছে।
এরপূর্বে এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড তালেবান এবং এর শাখা সংগঠন জুন্দুল্লাহসহ অন্যান্য জঙ্গী গ্রুপের মাধ্যমে ঘটলেও সম্প্রতি এ দলে যুক্ত হয়েছে আইএসআইএলের তাকফিরি সন্ত্রাসীরা। তারা এ দেশে প্রবেশের পর এদেশের সাধারণ মুসলমানদের বিরুদ্ধে তত্পরতা শুরু করেছে।
পাকিস্তানে প্রবেশের পর আইএসআইএল সন্ত্রাসীরা ‘জাবের হুসাইন' নামের এক ব্যক্তিকে দেশের উত্তর অঞ্চলের ‘কেরমান' এলাকা থেকে অপহরণ করে তার শিরোচ্ছেদ করে। যা ছিল পাকিস্তানে আইএসআইএল তাকফিরি সন্ত্রাসীদের শিয়া বিরোধী প্রথম পদক্ষেপ।#
source : www.abna.ir