৫ সন্তানের জনক খোদা বখ্শ। বয়সে ছোট হলেও বাবার শূণ্যতা অনুভব করছে তারা। আফগান সৈন্যদের দিকে তাকিয়ে অবুঝ শিশুগুলো মনে করছে তাদের বাবাকে ফিরিয়ে আনবে সৈন্যরা। অপহৃত হাজারাদের সকলেই আহলে বাইত (আ.) এর অনুসারী।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : প্রায় দুই সপ্তাহ পূর্বে আফগানিস্তানের যাবোল প্রদেশ থেকে অপহৃত হাজারা সম্প্রদায়ের ৩০ ব্যক্তির একজন খোদা বখ্শ। কাবুলের নিন্মবিত্তদের এলাকায় তার পরিবারের বাস। প্রতিটি সদস্যের চোখ দরজার দিকে, কখন খোদা বখ্শের মুক্তির সংবাদ আসে।
খোদা বখশের স্ত্রী ‘কামারে’র ভাষ্যানুযায়ী, সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার স্বামীর মোবাইলে ফোন দেয়। আশা একটাই, আরেকবারের মত তার আওয়াজ শুনবে। অতি কষ্টে দিন কাটে খোদা বখ্শের পরিবারের। মোটা ভাত মোটা কাপড়ে কোন রকম দিন চলে যায় তাদের। ৮ সদস্যের এ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন খোদা বখ্শ। খাদ্যের অভাবের চেয়ে এখন খোদা বখ্শের অনুপস্থিতিতে তারা বেশী কষ্টে পাচ্ছে।
খোদা বখশের স্ত্রী জানিয়েছেন : তার সন্তানরা সকাল পর্যন্ত ঘুমায় না, তারা বাবাকে চায়।
কাজের উদ্দেশ্যে হেরাত গিয়েছিলেন খোদা বখ্শ। ফেরার পথে সশস্ত্র ব্যক্তিদের হাতে অপহৃত হন তিনি। অপহৃত ৩০ ব্যক্তিদের সকলেই হাজারা গোত্রের এবং আহলে বাইত (আ.) এর অনুসারী।
কামার বলেন, কাবুলের উদ্দেশ্যে বাসে ওঠার সময় -অপহরণের কয়েক ঘন্টা পূর্বে- তার সাথে শেষবারের মত কথা হয়। এরপর তার মোবাইল বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা পর গণমাধ্যম মারফত জানতে পারেন যে, দু’টি বাসের যাত্রীদেরকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে নিয়ে গেছে।
খোদা বখ্শের ভাই জানান, তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই। আর এ কারণেই তারা উদ্বিগ্ন।
তিনি বলেন : তার বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই। যাবোলের স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা প্রথমে থেকে অনেক চেষ্টা করেছেন। কিন্তু তাদের চেষ্টা ফলপ্রসু হয়নি। এরপর সেনা অভিযান শুরু হলেও আমরা এখনো কোন সংবাদ পাইনি।
স্থানীয় নেতাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান সরকারি বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। কিন্তু অভিযান শুরুর সময় থেকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও অপহৃতদের অবস্থানের বিষয়ে কোন ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি এখনও পর্যন্ত এটাও স্পষ্ট হয়নি যে, কি উদ্দেশ্যে তাদেরকে অপহরণ করা হয়েছে।
অপহরণকারীরা কারা ও তারা কি চায় -এর কোন গুরুত্ব নেই খোদা বখ্শের পরিবারে কাছে নেই। খোদা বখ্শের মায়ের এখন একমাত্র চাওয়া যেন তার সন্তান সহি-সালামতে বাড়ী ফিরে আসে।
খোদা বখ্শের মা বলেন : তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তাকে বাড়ী ফিরতে দাও। তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে বাড়ী ফিরিয়ে আনেন।
৫ সন্তানের জনক খোদা বখ্শ। বয়সে ছোট হলেও বাবার শূণ্যতা অনুভব করছে তারা। আফগান সৈন্যদের দিকে তাকিয়ে অবুঝ শিশুগুলো মনে করছে তাদের বাবাকে ফিরিয়ে আনবে সৈন্যরা।
গত ২৩শে ফেব্রুয়ারি কান্দাহার থেকে কাবুলের উদ্দেশ্যে রওনা হয় দু’টি বাস। সন্ধ্যার দিকে বাস দু’টি যাবোল প্রদেশের শাহজুই জেলায় পৌঁছুলে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলার শিকার হয়। গজনি পেইমা বাস কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সেনাবাহিনী’র ইউনিফর্ম পরা নেকাবধারী একদল অস্ত্রধারী ঐ দু’টি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র দেখতে চায়।
কোম্পানী’র প্রতিনিধি ‘নাসির’ বলেন, সকলের পরিচয় পত্র দেখে শুধুমাত্র হাজারাদেরকে নিয়ে যায় অস্ত্রধারীরা এবং অবশিষ্ট যাত্রীদেরকে ছেড়ে দেয়।
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, অপহৃতদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ উদ্ধার অভিযানে ইতিমধ্যে এক শতাধিক সশস্ত্র ব্যক্তিও নিহত হয়েছে। রাজনৈতিক বিভিন্ন পদক্ষেপ এবং সংলাপ ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সামরিক ও পুলিশ বাহিনী পূর্ণ সতর্কতার সাথে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাবে। এক্ষেত্রে তাদের নিকট বিদ্যমান সকল উপকরণ তারা ব্যবহার করতে পারবে এবং যে কোন উপায়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালাবে।#
source : abna