আবনা : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে তালেবান গেরিলাদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আফগান এক সরকারি কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র শফিক ন্যাং জানিয়েছেন, তালেবান গেরিলারা আজ (শুক্রবার) সকালে মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড নিয়ে একদল পুলিশের ওপর হামলা চালায়। এসব পুলিশ দিহ ইয়াক জেলার একটি চেকপয়েন্টে অবস্থান করছিল।
আবনা : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে তালেবান গেরিলাদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আফগান এক সরকারি কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র শফিক ন্যাং জানিয়েছেন, তালেবান গেরিলারা আজ (শুক্রবার) সকালে মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড নিয়ে একদল পুলিশের ওপর হামলা চালায়। এসব পুলিশ দিহ ইয়াক জেলার একটি চেকপয়েন্টে অবস্থান করছিল।
তালেবানদের হামলার পর সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এতে অন্তত সাত পুলিশ ও সাত তালেবান গেরিলা নিহত হয়। সংঘর্ষে আহত হয়েছে পাঁচ পুলিশ। এ নিয়ে গত কয়েকদিনে তালেবানরা বেশ কয়েকটি হামলা চালাল।
গতকালও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানদের আকস্মিক এক হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। তার আগের দিন পারওয়ান প্রদেশে অন্য এক হামলায় নিহত হয়েছে পাঁচ পুলিশ।#
source : abna