আবনা : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন উগ্র ডানপন্থি লিকুদ পার্টি হেরে যেতে পারে। তিনি বলেছেন, “সামনে সত্যিকার বিপদ রয়েছে কারণ আসন্ন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা আছে; এতে আমাদের বড় ধরনের ঝুঁকি রয়েছে।” নেতানিয়াহুর বরাত
আবনা : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন উগ্র ডানপন্থি লিকুদ পার্টি হেরে যেতে পারে।
তিনি বলেছেন, “সামনে সত্যিকার বিপদ রয়েছে কারণ আসন্ন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা আছে; এতে আমাদের বড় ধরনের ঝুঁকি রয়েছে।” নেতানিয়াহুর বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
নেতানিয়াহু বলেন, তার দলের সম্ভাব্য পরাজয়ের ফলে ফিলিস্তিন ও ইরান সম্পর্কে ইহুদিবাদী সরকারের নীতিতে পরিবর্তন আসতে পারে।
ইসরাইলি রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে- ক্ষমতাসীন লিকুদ পার্টির চেয়ে সংসদ নির্বাচনে বিরোধী জোট বেশি আসন পাবে। এ নির্বাচনি জরিপের ফল প্রকাশের দু দিন পর আজ (বৃহস্পতিবার) নেতানিয়াহু এসব কথা বললেন। আগামী ১৭ মার্চ ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।#
source : abna