আবনা : পাকিস্তানের লাহোর শহরের দু’টি গির্জায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। নগরীর ইউহানাবাদ এলাকার ‘ক্যাথোলিক’ এবং ‘ক্রাইস্ট’ গির্জায় আজ (রোববার) সকালে এসব হামলা হয়। প্রাথমিক পর্যায়ের খবরে বলা হয়েছে- দু জন আত্মঘাতী বোমা হামলাকারী ওই হামলা চালায়। ইউহানাবাদ হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বেশি খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সেখানে প্রায় ১০ লাখ লোকের বসবাস রয়েছে।
খ্রিষ্টান অধ্যুষিত এলাকাটির বহু মানুষ যখন গির্জাগুলোতে রোববারের প্রার্থনায় অংশ নিচ্ছিলেন তখন এ হামলা চালানো হয়। উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান থেকে বের হয়ে যাওয়া সন্ত্রাসী সংগঠন জামাতুল আহরার এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আত্মঘাতী হামলাকারীরা এসব হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেনি। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার পরপরই এতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে মারধর করেছে উপস্থিত জনতা। এছাড়া, হামলার প্রতিবাদে পাকিস্তানের লাহোর, মুলতান, ফয়সালাবাদ, পেশোয়ার ও করাচি শহরে বিক্ষোভ হয়েছে।#
ই-মেইল
প্রিন্ট
মতামত
0 পাঠকগণের মতামত
আপনার মন্তব্য প্রেরণ করুন
আপনার ই-মেইল প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ফিল্ডসমূহ * এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে
source : abna