তিকরিতের নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসীদের হাত থেকে পূনর্দখলের লক্ষ্যে সদর মুভমেন্টের প্রধানের আহবানের ভিত্তিতে এ শহরের উদ্দেশ্যে স্পেশাল ফোর্স প্রেরণ করা হয়েছে।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সদর মুভমেন্টের প্রধান ‘সৈয়দ মুকতাদা আল-সদর’, ইরাকের সালাহুদ্দীন প্রদেশের প্রাণকেন্দ্র তিকরিত শহরের অবস্থা পর্যালোচনার জন্য একটি টিম ঐ শহরের উদ্দেশ্যে প্রেরণ করেছেন।
দু’দিন পূর্বে সদর বাহিনীর ‘সুলহ বিগ্রেড’ ঘোষণা করেছিল তিকরিতে প্রেরণের উদ্দেশ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
টিমটি তিকরিতের নিরাপত্ত জোরদার ও সন্ত্রাসীদের হাত থেকে শহর পূনর্দখলের উদ্দেশ্যে সদর মুভমেন্টের নেতার আহবানে গঠিত ও প্রেরিত হয়েছে।
মুকতাদা সাদরের কার্যালয়ের সাথে সম্পৃক্ত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রায় দেড় হাজার সৈন্য তিকরিতের দক্ষিনে অবস্থিত সামেরাতে পৌঁছেছে। আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে মোকতাদা আল-সদরের বাহিনী’র অংশগ্রহণের বিষয়ে আল-সদরের প্রস্তুতির ঘোষণার কয়েকদিন পর এ সকল সৈন্য প্রেরিত হল।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, তারা অবগত হয়েছেন যে, মুকতাদা আল-সদরের বাহিনী শনিবার (গতকাল) উত্তর এবং তিকরিত শহরের দিকে অগ্রসর হবে।#
source : abna