আবনা : ইরান এই প্রথমবারের মতো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রাশিয়ায় ওষুধ রফতানি করবে। চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে উচ্চ মূল্যমানের এসব ওষুধ রফতানি করা হবে। ইরানের শীর্ষ স্থানীয় ওষুধ নির্মাণকারী কোম্পানি তৌফিক দারু’র বাণিজ্যিক বিভাগের প্রধান রুহল্লাহ হায়দারি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, রাশিয়ায় যে সব ওষুধ রফতানির পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে মাল্টিপল স্কেলেরোসিস বা এমএস এবং নানা ধরণের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রয়েছে। লাতিন আমেরিকা, তুরস্ক ও পাকিস্তানের বাজারেও এ জাতীয় ওষুধ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ইরান।
বর্তমানে ইরান বছরে ২২ কোটি ডলারের সমপরিমাণ ওষুধ রফতানি করছে। তবে আমদানিকৃত ওষুধের তুলনায় এ অর্থের পরিমাণ খুবই কম।
অবশ্য, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামালসহ অন্যান্য কাঁচামাল তৈরিতে গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে ইরান। এ ছাড়াও, ওষুধখাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনার ব্যাপক পরিকল্পনাও গ্রহণ করেছে ইরান।#
source : abna