১৭ ডিসেম্বর (রেডিও তেহরান): উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তথ্যকেন্দ্রে হামলা চালাতে অস্বীকার করেছে আমেরিকা। তারা বলেছে, সেখানে বেসামরিক লোকজন থাকতে পারে সে কারণে বিমান হামলা চালানো যাবে না। সিরিয়া, লিবিয়া ও ইরাকে তৎপর দায়েশের তথ্যকেন্দ্রের অবস্থান নিশ্চিত করার পর মার্কিন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। সন্ত্রাসীদের তথ্যকেন্দ্রগুলোতে তাদের নানা ধরনের ভিডিও এডিট করা ও বিভিন্ন প্রচার-প্রপাগান্ডা চালানো হয়। ওয়াশিংটন বলছে, মাসব্যাপী গোয়েন্দা তৎপরতা চালিয়ে দায়েশের তথ্যকেন্দ্র উদঘাটন করা হয়েছে এবং সেসব কেন্দ্র জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সামরিক অভিযান চালানো যাচ্ছে না।
এ সম্পর্কে ব্রুকিং ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক উপদেষ্টা উইলিয়াম ম্যাকক্যান্ট্স বলেন, “যদি এমন কিছুর অনুসন্ধান পেয়ে থাকে তাহলে আমিরকার উচিত তা ধ্বংসে সবকিছু করা।” কিন্তু ওবামা প্রশাসন বেসামরিক লোকজন হতাহত হতে পারে এই দোহাই দিয়ে সন্ত্রাসীদের তথ্যকেন্দ্রে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা চালাতে চাইছে না; এখন বিষয়টি পর্যবেক্ষণে রাখতে চাইছে।#
source : irib