আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তাকফিরি আইএসআইএল সন্ত্রাসী গ্রুপের সাথে সম্পৃক্ত ৩১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গ্রুপটি বাগদাদের ৫২টি আত্মঘাতী হামলার সাথে জড়িত।
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং নিরাপত্তা বিষয়ক অন্যান্য সংস্থার সহযোগিতায় পরিচালিত ‘শাহাব সাকিব’ নামে পরিচালিত অভিযানে সন্ত্রাসীদের এ গ্রুপকে ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইরাকের জাতীয় গোয়েন্দা বিভাগ।
ধারণা করা হচ্ছে সন্ত্রাসীদেরকে ট্র্যাকিং এবং আটকের ঘটনা প্রায় ৩ সপ্তাহ পূর্বে ঘটেছে। ইরাকের গোয়েন্দা বিভাগ মনে করছে দুর্ধর্ষ এ গ্রুপটিকে বাগদাদের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ।
আটককৃত ৩১ সন্ত্রাসীকে বাগদাদের পশ্চিম, পূর্ব ও দক্ষিন অঞ্চল থেকে এবং ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশ থেকে আটক করা হয়েছে।
আটক সন্ত্রাসীরা স্বীকার করেছে যে, তারা ২০১৪ এবং ২০১৫ সালের শুরুতে বাগদাদের বিভিন্ন অঞ্চলে ৫২টি আত্মঘাতী সন্ত্রাসী অভিযান চালিয়েছে।
আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলা বারুদ, এক্সপ্লোসিভ বেল্ট, সাইলেন্সার, সন্ত্রাসী হামলায় ব্যবহৃত গাড়ী ও মোটরসাইকেল, বিবৃতি এবং ভিডিও ক্যাসেট উদ্ধার করা হয়েছে।
ইরাক নিরাপত্তা বাহিনীর সদস্য ‘ফাহেম আল-উতরাকজী’ জানিয়েছেন, গত তিন সপ্তাহে সন্ত্রাসী অভিযান হ্রাস ঘটার কারণ হচ্ছে দুর্ধর্ষ এ সন্ত্রাসী গ্রুপের ধ্বংস হওয়া।
অভিযানে সফলতা পাওয়ার অর্থ এটা নয় যে, ইরাকে বিস্ফোরণ ও সন্ত্রাসীদের হামলা বন্ধ হয়ে যাবে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : এর মাধ্যমে আমরা বহু সন্ত্রাসী হামলার পথরোধ করতে সক্ষম হয়েছি। এ গ্রুপের অবশিষ্ট সদস্যদেরকে আটক করার বিষয়ে তদন্ত ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।#
ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন অঞ্চলে ৫২টি আত্মঘাতী হামলা পরিচালনাকারী একটি দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপকে আটক করেছে ইরাক নিরাপত্তা বাহিনী।
ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন অঞ্চলে ৫২টি আত্মঘাতী হামলা পরিচালনাকারী একটি দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপকে আটক করেছে ইরাক নিরাপত্তা বাহিনী।
source : abna