আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : চলতি বছরের শুরু থেকে এ নাগাদ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার নজীর বিহীনভাবে বৃদ্ধি পেয়েছে, রিপোর্ট এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। সৌদি আরবের বিষয়ে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক সেবাগ কিচিচিয়ান বলেন : ‘বর্তমান হার... সত্যিই নজীরবিহীন। নিশ্চিতভাবে মন্তব্য করা সম্ভব নয় যে, কি কারণে এ হার বৃদ্ধি পেয়েছে।’ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদ। যা গত বছরের পরিসংখ্যানের প্রায় ৩ গুণ। ২০১০ সালে সৌদি আরবে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও বিগত বছরগুলোতে এ সংখ্যা ৮০তে পৌঁছেছে। রাজতন্ত্রের দেশটিতে গত বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, শিরোচ্ছেদ করার বিষয়টি ‘নিরাপত্তা রক্ষা ও ন্যায় পরায়নতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের দায়িত্বশীলতারই পরিচয়।’
এ সত্ত্বেও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা বলছে, সহিংসতার মোকাবিলার লক্ষ্যে মৃত্যুদণ্ড প্রদানের বিষয়টি অবাস্তবিক। কেননা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের অর্ধেকের বেশী ছিল মাদক সংক্রান্ত তত্পরতার সাথে জড়িত।
সৌদি আইনের ভিত্তিতে ধর্ষন, হত্যা, ধর্মচ্যুত হওয়া (মুরতাদ), সশস্ত্র ডাকাতি, মাদক পাচারের ন্যায় সকল অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রিয়াদ পূর্বের ন্যায় এখনো মানবাধিকার –বিশেষতঃ নারীর অধিকার- লঙ্ঘনের কারণে ব্যাপকভাবে সমালোচিত। সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের ড্রাইভিংয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদেশের ওয়াহাবি আলেমদের ফতওয়ার উপর ভিত্তি করে। এ আইন ভঙ্গকারীকে আটক, আদালতে প্রেরণ, এমনকি অনেক সময় চাবুকও মারা হয়।# প্রেসটিভি
source : abna