আবনা : মানবিক কারণে ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে রাশিয়া। এর আগে দেশটিতে জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রেডক্রস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়া জানিয়েছে, যেন মানবিক বিবেচনায় ইয়েমেনে আরব দেশগুলোর বিমান হামলার সাময়িক বিরতি টানা হয়।
আবনা : মানবিক কারণে ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে রাশিয়া। এর আগে দেশটিতে জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রেডক্রস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়া জানিয়েছে, যেন মানবিক বিবেচনায় ইয়েমেনে আরব দেশগুলোর বিমান হামলার সাময়িক বিরতি টানা হয়।
এডেনের সরকারি দফতর হুথি বিদ্রোহীদের দখলে : ইয়েমেনের হুথিরা রোববার এডেনে প্রাদেশিক সরকারের সদর দফতর দখল করে নিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সত্ত্বেও দক্ষিণাঞ্চলের এ নগরীর বিভিন্ন এলাকায় হুথিরা ঢুকে পড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কর্মকর্তা জানান, মধ্যাঞ্চলের মুয়াল্লা এলাকায় পৌঁছাতে হুথীরা রাতের বেলা অগ্রসর হয়।
source : abna