আবনা : এর আগে ভারতীয় হাই কমিশন জানানয়, তারা ইয়েমেন থেকে ২৭২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে জিবুতি পৌঁছে দিয়েছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে আরো ২০ জনকে সরানো হয়েছে।
তাদের সবাইকে ইয়েমেনের বিপরীতে এডেন সাগরের তীরবর্তী দেশ জিবুতিতে পৌঁছে দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ‘প্রত্যাবাসন নিয়ন্ত্রণ কক্ষ’ খুলেছে।
জিবুতি থেকে বাংলাদেশিদের সরানোর পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন বাংলাদেশের কুয়েতভিত্তিক কূটনীতিকরা।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে এর মধ্যেই শুক্রবার এমিরেটসের একটি ফ্লাইটে করে ১১ বাংলাদেশি দেশে ফিরেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান তাদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় তার সঙ্গে মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারাও ছিলেন।
বাকিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জিবুতিতে অবস্থান করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকা থেকে পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং ইয়েমেন থেকে বাংলাদেশিদের সরানোর প্রক্রিয়া চলতে থাকবে।
ইয়েমেনে বাংলাদেশের মিশন না থাকায় দেশটিতে অভিবাসী বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা জানা না গেলেও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, যুদ্ধ শুরুর আগে ইয়েমেনে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি থাকতে পারে।
পরে দেশটির রাজধানী সানা‘তে প্রায় সাড়ে তিনশো বাংলাদেশি আটকা পড়েছে বলে ধারণা করছে সরকার।
source : abna