আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর অন্যায়ভাবে আরোপিত অবরোধগুলো তুলে নেয়া না হলে ইরানের পরমাণু কর্মসূচির ওপর পাশ্চাত্যের সঙ্গে কোনো চুক্তি হবে না।
ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রাশত শহরে আজ (বুধবার) এক বিশাল জনসভায় রুহানি বলেন, “গোটা বিশ্ব, ছয় জাতিগোষ্ঠী, মার্কিন প্রশাসন, মার্কিন প্রেসিডেন্ট ও সিনেটের একথা জানা থাকা দরকার অবরোধ প্রত্যাহার না হলে কোনো চুক্তি হবে না।”
তিনি আরো বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান আলোচনার শেষে যখন চুক্তি সইয়ের সময় হবে তখন ইরানি জনগণের ওপর চাপিয়ে দেয়া অবরোধগুলো প্রত্যাহারের ঘোষণা আসতে হবে। আগামী দিনগুলোর আলোচনায় অবরোধ হবে মূল আলোচ্য বিষয়। আমরা সদিচ্ছার পরিবর্তে সদিচ্ছার নিদর্শন দেখতে চাই।
ইরানের প্রেসিডেন্ট বলেন, এ চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কট্টরপন্থিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আমেরিকার মিত্ররা যাই বলুক না কেন ইরানি জনগণের কাছে তার কোনো মূল্য নেই। তেহরান আলোচনা করছে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে; মার্কিন সিনেট বা প্রতিনিধি পরিষদের সঙ্গে নয়।#
source : abna