আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের বিরুদ্ধে ‘নির্লজ্জ’ সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশ সব সময় আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আজ (রোববার) তেহরানে পদস্থ সেনা কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
সর্বোচ্চ নেতা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ইরানের সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান যে বিশাল সাফল্য অর্জন করেছে তাতে সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানি জনগণ প্রমাণ করেছে তারা যেকোনো মূল্যে দেশ রক্ষা করতে জানে। যেকোনো হুমকির মোকাবিলায় ইরানি জনগণের ঐক্য ও সংহতিরও প্রশংসা করেন তিনি।
সর্বোচ্চ নেতা বলেন, ইরান কখনো আঞ্চলিক বা প্রতিবেশী কোনো দেশের ওপর আগ্রাসন চালায় নি এবং ভবিষ্যতেও চালাবে না। কিন্তু এইসঙ্গে সর্বশক্তি দিয়ে যেকোনো হুমকির মোকাবিলা করবে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, কিছু দেশ ও গণমাধ্যমে এ সংক্রান্ত যে দাবি করছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, যারা নারী ও শিশুসহ বেসামরিক লোকজনকে টার্গেট করে হামলা চালায় তাদের আমরা ঘৃণা করি। তারা ইসলাম ও মানবতার সবরকম নীতি উপেক্ষা করছে। কিন্তু তারপরও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না।
মার্কিন সরকার ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার জন্য এদেশের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি । সর্বোচ্চ নেতা বলেন, ইরান নয় বরং মার্কিন সরকারই অন্য দেশের জন্য হুমকি সৃষ্টি করে ও বিভিন্ন দেশে হামলা চালায়।#
source : abna